বরিশাল অফিস:: বরিশাল জেলার গৌরনদীতে ঢাকা- বরিশাল মহাসড়কে বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুরে এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশাল গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বিষয়ে নিশ্চিত করেছেন তিনি জানান, গৌরনদী থেকে করে তারা মুলাদীর উপজেলার দিকে রওয়ানা দেয়। পথে মোটরসাইকলের সঙ্গে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকলে থাকা ২ আরোহী নিহত।
এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করা হয়েছে।
নিহতদের মধ্যে ১ জন বরিশালের মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আবুল কাসেম ফরাজীর ছেলে শেখ ইয়াদ উদ্দিন কামাল (৪০)। অপরজনের নাম জানা যায়নি এখনো।