বরিশালে মানববন্ধন করেছে অটোশ্রমিক কল্যাণ সংগঠনের সদস্যরা, তাদের চারটি দাবি নিয়ে। মানববন্ধনটি নগর ভবনের সামনে বরিশাল জেলা ও মহানগর ব্যাটারিচালিত ইজিবাইক হলুদ অটোশ্রমিক কল্যাণ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক অটো গাড়ির মালিক ও চালক অংশ নেন।
সংগঠনের সভাপতি মোশারফ গাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল গাজীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন লাইন সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক সজল সরদার সহ বিভিন্ন অটোশ্রমিক নেতারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে ৪ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবি হলো:
1. বরিশাল সিটি করপোরেশন থেকে ৭ হাজার ৬১০টি অটো গাড়ির মহাজনী লাইসেন্স প্রদান করা হয়েছে, কিন্তু সেই সব লাইসেন্সের নবায়ন হচ্ছে না।
2. অটোচালকদের জন্য চালক লাইসেন্স প্রদান করা।
3. নগরের রূপাতলী-নথুল্লাবাদ-লঞ্চঘাট-হাতেম আলী চৌমাথা সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে অটোর স্ট্যান্ড স্থাপন করা।
4. সব রুটের ভাড়ার নির্ধারিত চার্ট তৈরি করা।
শ্রমিকরা বলেন, যদি দ্রুত তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম