শিরোনাম

বরিশালের সাবেক মেয়রসহ আ.লীগের ১৮ নেতাকর্মী কারাগারে

Views: 20

বরিশাল অফিস: বরিশালে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় বাকেরগঞ্জের সাবেক পৌর মেয়রসহ আওয়ামী লীগের ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (১৪ নভেম্বর) বরিশালের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন আসামিরা। তবে বিচারক তানভীর রহমান জামিন আবেদন না মঞ্জুর করে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপ-পরিদর্শক নূর মোহাম্মদ সাংবাদিকদের জানিয়েছেন, জামিন না মঞ্জুর হওয়া নেতাকর্মীরা বর্তমানে কারাগারে রয়েছেন।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন— বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, আওয়ামী লীগ নেতা খোন্দকার জিয়াউর রহমান রিপন, গাড়ুরিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস নান্টু, মোখলেছুর রহমান, ইকবাল তালুকদার, মাসুদ আকন, পংকজ দাস, সুজন চন্দ্র দাস, হাফিজুল ইসলাম পান্ডে, লিটন গাজী, মো. মাহবুব, মাহফুজ মুসুল্লী, মাসুদ আলম খান, শফিক ডাকুয়া, পরিতোষ দাস, আরিফুর রহমান চুন্নু, ফারুক সিকদার এবং সোহেল রানা।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ২৮ আগস্ট বাকেরগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় যোগ দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীরা চর আউলিয়া পুর দেলোয়ার হোসেনের বাড়ির সামনে জড়ো হলে, তখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে আওয়ামী লীগের প্রায় ২০০ নেতাকর্মী সশস্ত্র অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করে। হামলায় বিএনপি নেতাকর্মীদের গুরুতরভাবে পিটিয়ে আহত করা হয় এবং তাদের যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়।

এ ঘটনায় প্রায় এক বছর পর, ৭ নভেম্বর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে মামলার আবেদন করেন। এতে ১৬ জন নামধারী আসামি ছাড়াও আরো ২০০ অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। সেই মামলার পর, জামিন আবেদন না মঞ্জুর হওয়ায় আদালত ১৮ জন নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *