শিরোনাম

বরিশালের হিজলায় শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ

Views: 45

বরিশাল অফিস :বরিশালের হিজলায় রহমান এ- নেছা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী ও জিপিএ-৫ প্রাপ্ত ও শিক্ষার্থীদের বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৬আগষ্ট রোজ শনিবার সকাল ১০টা সরকারী সংহতি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে হিজলা ও কাজিরহাট থানার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় আলীয়া, কওমী ও হাফেজী মাদ্রাসার ৩৬৫জন শিক্ষার্থীদের মাঝে এ বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, পুরস্কার বিতরণ করেন দানবীর, বিশিষ্ট সমাজ সেবক, বাংলাদেশ সুপ্রিম কোট এর আপিল বিভাগের বিশিষ্ট কৌসুলি ব্যারিস্টার এম.এ মাসুম।

উপস্থিত ছিলেন বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, মেমানিয়া ইউপি চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন, সরকারী হিজলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, সরকারী সংহতি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেমায়েত উদ্দিন, আফসার উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধী সমাজ।

এ ছাড়া হিজলা ও কাজিরহাট থানার সকল স্কুল, আলীয়া, কওমী ও হাফেজী মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপত্তিত্ব বরেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব ইকবাল হোসেন মাতুব্বর।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক সহযোগিতা করেন কাসেমুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও শামসুন্নাহার মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ সালাউদ্দিন খান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *