বরিশাল অফিস: রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুরকোলে ঢলে পরলেন কিশোরী নববধূ রুমানা আক্তার (১৭)। ঘটনাটি জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব ধামসর গ্রামের।
শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মৃত রুমানার চাচা জাহিদ হোসেন জানিয়েছেন, ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় রুমানা মৃত্যুবরণ করেছেন।
সূত্রমতে, উজিরপুরের পূর্ব ধামসর গ্রামের মোস্তফা হাওলাদারের কিশোরী মেয়ে রুমানা আক্তার প্রেমের সম্পর্কে গত ছয় মাস পূর্বে বাবুগঞ্জের দেহেরগতি গ্রামের হাকিম খন্দকারের ছেলে সাগর খন্দকারের সাথে পালিয়ে বিয়ে করে। গত ২৩ নভেম্বর রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয় রুমানা। তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার সকালে রুমানাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়েছিলো।
বাবুগঞ্জ থানার ওসি তুষার কান্তি মন্ডল জানিয়েছেন, মৃত রুমানার মরদেহ ঢাকায় ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদনে হত্যার আলামত কিংবা অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।