বরিশাল অফিস : বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মর্তুজা আবেদিনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর পোর্ট রোড এলাকার সহকারী ভূমি কমিশনার কার্যালয় চত্বর থেকে স্থানীয় জনতা অস্ত্রসহ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. ফজলুর রহমান বলেন, মর্তুজার হাতে অস্ত্র ছিল। ওনারা একটি অটোরিকশার ভেতরে ঢুকে পড়লে স্থানীয় জনতা অস্ত্রসহ মর্তুজাকে ধরে ফেলে এবং থানায় জানায়,আমরা বিষয়টি দেখছি। আশে পাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখা হবে। বরিশাল মহানগর শ্রমিক লীগের সম্পাদক রইজউদ্দিন মান্না অভিযোগ বলেন,আমি পারিবারিক জমি সংক্রান্ত কাজে সহকারী কমিশনার ভূমি অফিসে গিয়েছিলাম। কাজ শেষে বেরিয়ে আসতেই মতুর্জা আবেদিন আমাকে গালি দিতে শুরু করে। আমি প্রতিবাদ করলে হঠাৎ পিস্তল বের করে গুলি করতে উদ্যত হয়। আমার চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে এসে তাকে ধরে এবং পুলিশের হাতে তুলে দেয়।
বরিশালে অস্ত্রসহ সাবেক কাউন্সিলর আটক
Views: 61