শিরোনাম

বরিশালে ‘আওয়ামী সন্ত্রাসীদের’ বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল

Views: 31

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশালের ভাটারখাল কলোনীতে বিএনপি কর্মী ও সাধারণ মানুষের বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে ‘আওয়ামী সন্ত্রাসীদের’ বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিএনপির ১০ নং ওয়ার্ড ও স্থানীয় সাধারণ মানুষ। আজ (১ নভেম্বর) শুক্রবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি শেষে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিচারের দাবিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং’র কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাদৎ হোসেন তোতা, ওয়ার্ড বিএনপি নেতা কামরুল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আলমাস, এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নারী কর্মী লিপি বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের’ ছত্রছায়ায় থাকা আওয়ামী সন্ত্রাসী বাহিনী ভাটারখাল কলোনীতে নানা অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে। তাদের নেতৃত্বে চলছে মাদককারবার ও চাঁদাবাজি। বিএনপি কর্মী হওয়ায় গতরাতে ভাটারখাল এলাকায় রেডক্রিসেন্ট অফিসের পেছনে লিপি বেগমের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

এদিকে, এসব সন্ত্রাসী কার্যক্রমের কারণে অনেক পরিবার এখনও ঘরছাড়া অবস্থায় রয়েছে বলে জানান এলাকাবাসী। কলোনীবাসী যেন শান্তিতে বসবাস করতে পারে, সেই দাবিতে তারা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, এবং সেনা কমান্ডার বরাবর স্মারকলিপির মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *