শিরোনাম

বরিশালে আগৈলঝাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Views: 43

বরিশাল অফিস :: বরিশালের আগৈলঝাড়ায় কনকনে শীতের তীব্রতা থেকে রেহাই পেতে অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের দুই হাজার ছয়শ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারফ হোসেন জানান, সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়  থেকে বরাদ্দকৃত দুই হাজার ছয়শ কম্বল শনিবার উপজেলা পাঁচটি ইউনিয়নের  চেয়ারম্যানদের কাছে বিতরণের জন্য প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ঠ ইউপি  চেয়ারম্যানগন ৪৫টি ওয়ার্ডের অসহায়, দুস্থদের মধ্যে ওই সকল কম্বল বিতরণ করেছেন।

রাজিহার ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার ও গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু জানান, সরকারের বরাদ্দকৃত কম্বল পেয়ে তাৎক্ষনিকভাবে আমরা রাজিহার ও গৈলা ইউনিয়ন পরিষদে উপস্থিত দুস্থদের মাঝে বিতরণ করেছি। পরে সংশ্লিষ্ঠ মেম্বরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কম্বলগুলো প্রেরণ করা হলে  মেম্বরগণ স্থানীয় অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করেছেন।

কম্বল বিতরেন সময়ে উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন পরিষদ সচিব গৌতম পাল, গৈলা ইউনিয়ন পরিষদ সদস্য তরিকুল ইসলাম চাঁন, মশিউর রহমান সরদার, সৌরভ মোল্লা প্রমুখ।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *