বরিশাল অফিস : বরিশাল-১০ এপিবিএন পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোঃ ছগির মোল্লাকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ছগির মোল্লা বরগুনা জেলার বামনা উপজেলার তুষখালী গ্রামের মৃত নাদের মোল্লার ছেলে।
বুধবার দুপুরে এপিবিএন’র কমান্ডিং অফিসার (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে এপিবিএন’র একটি টিম পিরোজপুরের ভান্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছগির মোল্লাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে ওয়ারেন্ট ছাড়াও একাধিক ডাকাতি, চুরি এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।