বরিশাল অফিস :: নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এই স্লোগান কে সামনে রেখে শুক্রবার( ৮ মার্চ) সকালে বরিশাল জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয় নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,বরিশাল বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী।
বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম সভাপতিত্বের বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ জুলফিকার আলী হায়দার,নারী নেত্রী অধ্যাপিকা শাহ্ সাজেদা, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুল নাহার মুন্নিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।