শিরোনাম

বরিশালে আবাসিক হোটেলে মাসজুড়ে অভিযানে আটক -২৫

Views: 62

বরিশাল অফিস :: বরিশাল নগরীরআবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। অভিয়ানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারী, পুরুষসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

মিডিয়া সেলের কর্মকর্তা রুবিনা আক্তার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ গত ফেব্রুয়ারি মাসজুড়ে বিভিন্ন দিনে মহানগরের বেশকিছু আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে।

যারমধ্যে নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকার হোটেল সুইডেন প্যালেস, ফলপট্টি মোড় এলাকার হোটেল নক্ষত্র প্যালেস, মহসিন মার্কেট এলাকার হোটেল মনপুরা, চাঁদমারি এলাকার হোটেল আজাদ, পোর্ট রোডস্থ বাকেরগঞ্জ আবাসিক হোটেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় নারী ও পুরুষসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *