শিরোনাম

বরিশালে আবেদ আলীর পরিবারের পাশে জেলা প্রশাসন

Views: 50

বরিশাল অফিস :: বরিশালে কীর্তনখোলা নদীতে লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে গিয়ে কাটা পড়ে নিহত জেলে আবেদ আলীর পরিবারকে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার( ২৫ মার্চ) বিকাল ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয় তার অফিস কক্ষে নিহত জেলে আবেদ আলীর বাবা সুবহান ফকির ও মা নিরুজান এর হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন,বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই,বরিশাল উপজেলা নির্বাহী অফিসার সদর মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার।

নিহত জেলে আবেদ আলী (৩০) নগরীর ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরের বাসিন্দা বেদে সর্দার সোহরাব সর্দারের ছেলে। গত ১৮ মার্চ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল নৌ-বন্দরের পন্টুনে এমভি পারাবাত-১১ লঞ্চের পাখায় আটকে পড়া জাল ছাড়াতে নদীতে নেমে নিখোঁজ হন আবেদ আলী। ঘটনার পরপর ওই জেলের একটি কাটা পা উদ্ধার করা হয়। শরীরের অন্য অংশ উদ্ধারে নদীতে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তারা উদ্ধার করতে পারেননি। ঘটনার দুদিন পর লাশ ভেসে উঠে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *