বরিশাল অফিস :: জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগরের উদ্যোগে বরিশালে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় ইসতেসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা।
শনিবার (২৭) এপ্রিল সকাল ৯ টায় বরিশাল পুলিশ লাইস মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন পুলিশ লাইস জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মিজবাহ উদ্দিন। দোয়া মোনাজাত পরিচালনা করেন জামে এবায়দুল্লাহ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা নুরুর রহমান বেগ।
নামাজে নগরীর বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহন করেন।নামাজ শেষে দুই হাত উপরে তুলে আল্লাহর কাছে দোয়া করেন মুসল্লিরা। মোনাজাতে মুসল্লিরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন।
এদিকে আজও বরিশাল নগরীতে প্রচন্ড গরমের মধ্যে হালকা প্রবাহিত বাতাসের সাথে আগুনের তাপ বইছে। রাস্তা ঘাটে শ্রমজীবী কর্মস্থলের মানুষ ছাড়া আর তেমন কোন
মানুষের চলাচল নেই।