বরিশাল অফিস :: হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার দিবাগত রাতে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল আশ্রয়ণ প্রকল্প ও রাস্তার পাশে অবস্থানরত সুবিধাবঞ্চিত দুঃস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা খাদ্য কর্মকর্তা অশোক কুমার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আবদুল আলিম উপস্থিত ছিলেন। প্রচন্ড শীতে বিপর্যস্ত আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও সুবিধা বঞ্চিত দুঃস্থ পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কম্বল পেয়ে বেজায় খুশি হয়েছেন।