শিরোনাম

বরিশালে আ.লীগের সম্ভাব্য প্রার্থীরা ফেসবুকে সরব

Views: 43

বরিশাল অফিস :: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই প্রচন্ড শীতের মাঝে সারাদেশের মতো বরিশালে বইছে উপজেলা নির্বাচনের হাওয়া। জেলাজুড়েই ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে নির্বাচনী তোড়জোড়। কেউ কেউ এলাকায় শীতবস্ত্র বিতরণসহ নানা উন্নয়নমূলক কাজ করে জনগনের মনজয় করার চেষ্টা করছেন।

পাশাপাশি সম্ভাব্য প্রার্থীরা ছুটছেন এলাকার নির্বাচিত সংসদ সদস্য, জেলা থেকে কেন্দ্রীর নেতাদের কাছে। দলীয় মনোনয়ন পেতে শুরু হয়েছে লবিং ও তদবির। তুমুল প্রচারনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

অনেক প্রার্থী সাধারণ জনগনের সমর্থন পেতে এলাকায় ব্যাপক পোস্টারিংও করেছেন। তবে এবার আর দলীয় প্রতীকে নির্বাচন চাচ্ছেন না সাধারণ ভোটার থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা। এমনকি অধিকাংশ সম্ভাব্য প্রার্থীরাও দলীয় প্রতীকের বাহিরে নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী মার্চে সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করতে চায় নির্বাচন কমিশন। এরমধ্যে চলতি মাসের শেষার্ধে প্রথমধাপের নির্বাচনের তফসলি ঘোষণা করার কথা রয়েছে। এ খবরেই বরিশালের দশটি উপজেলার সম্ভাব্য প্রার্থীরা আটঘাট বেঁধে ক্ষমতাসীন দলেয় মনোয়ন পেতে লবিং ও তদবির শুরু করেছেন। সেক্ষেত্রে সরকারি দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ বেশি লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি কিংবা প্রধান বিরোধী দল জাতীয় পার্টিতে এখনো নির্বাচন ঘিরে কোন তৎপরতা দেখা যায়নি।

সূত্রমতে, উপজেলা পরিষদ নির্বাচনটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতো উন্মুক্ত রাখতে চায় আওয়ামী লীগ। নির্বাচনে নৌকা প্রতীক থাকবে কি থাকবেনা তা নিয়ে দলের ভেতরে চলছে আলাপ-আলোচনা। একাধিক সম্ভাব্য প্রার্থী ও সচেতন ভোটাররা জানিয়েছেন, স্থানীয় এ নির্বাচনে নৌকা প্রতীক থাকলে নির্বাচন প্রতিযোগিতামূলক হবেনা। তাই নির্বাচনকে গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক করতে হলে নৌকা প্রতীকের বাহিরে থেকে সম্ভাব্য সকল প্রার্থীকে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এরমাধ্যমে নির্বাচন যেমন গ্রহণযোগ্যতা পাবে, তেমনি প্রার্থীর গ্রহণযোগ্যতাও প্রকাশ পাবে।

সূত্রে আরও জানা গেছে, অধিকাংশ উপজেলার বর্তমান চেয়ারম্যানদের ওপর আস্থা রাখতে চাচ্ছেন সাধারণ ভোটাররা। তবে কয়েকটি উপজেলায় নতুন মুখের প্রার্থী দেওয়ার চিন্তা করছেন স্থানীয় সংসদ সদস্যরা। আবার আওয়ামী লীগের কতিপয় সুবিধাভোগী নেতা অত্যন্ত সু-কৌশলে ভেতরে ভেতরে সংসদ সদস্যদের সাথে পাল্লা দিতে ষড়যন্ত্র করে দলের একাধিক নেতাদের সম্ভাব্য প্রার্থী করে ফেসবুকে প্রচারনা শুরু করেছেন। এমনকি কতিপয় সম্ভাব্য প্রার্থী সরকার দলীয় মনোনয়ন বাগিয়ে নিতে অর্থের মিশন নিয়ে মাঠে নেমেছেন বলেও এলাকায় চাউর হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল সদর উপজেলায় এবার আওয়ামী লীগের নতুন মুখের প্রার্থী আসার সম্ভাবনা দেখা দিয়েছে।

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় নির্বাচন ও এর আগের সিটি করপোরেশন নির্বাচনে ওই উপজেলার বর্তমান চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান রিন্টু’র বিরুদ্ধে নৌকার বিপক্ষে কাজ করার অভিযোগ উঠেছে। যেকারণে খোঁদ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ওই আসনে দলীয় মনোনয়নে সম্ভাব্য চেয়াম্যান প্রার্থী হিসেবে দলীয় নেতাকর্মীরা মহানগর যুবলীগের যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনের নাম জোরেশোরে প্রচার করছেন। সড়কপথে জেলার প্রবেশদ্বারের উপজেলা গৌরনদীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিগত আন্দোলন সংগ্রামে বিএনপি-জামায়াতের হাতে রাজপথে একাধিকবারের নির্যাতিতা নারী নেত্রী সৈয়দা মনিরুন নাহার মেরী’র পাশাপাশি এবার সম্ভাব্য একাধিক প্রার্থী ফেসবুকে প্রচারনা চালাচ্ছেন। তারা হলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইটালী প্রবাসী কামরুল ইসলাম দিলীপ, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মামুন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান।

সম্ভাব্য ভাইস চেয়ারম্যান হিসেবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী মোস্তাফিজুর রহমান রনি, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সাদ্দাম হোসেন। আগৈলঝাড়া উপজেলায় এখন পর্যন্ত বর্তমান চেয়াম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাতের বাহিরে কোন সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ পায়নি। উজিরপুর উপজেলায় বর্তমান চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল।

বানারীপাড়ার বর্তমান চেয়ারম্যান গোলাম ফারুক। বাবুগঞ্জে বর্তমান চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মৌরিন আক্তার আশা মনি।

মুলাদী উপজেলার বর্তমান চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠুর প্রতিদ্বন্ধী হওয়ার ঘোষণা দিয়েছেন মুলাদী পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এইচএম আমিনুল ইসলাম নাগর। তিনি (নাগর) আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি।

হিজলা উপজেলার বর্তমান চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু ও মেহেন্দীগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান একেএম মাহফুজ উল আলমের পাশাপাশি ওই দুটি উপজেলায় এবার শক্ত প্রার্থী প্রতিদ্বন্ধীতা করার আভাস মিলেছে। বাকেরগঞ্জের তিনবারের উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শামসুল আলম চুন্নু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

নির্বাচনে অংশগ্রহনের জন্য তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। ওই আসনের নির্বাচিত সংসদ সদস্যর সাথে তার বিরোধ চলে আসলেও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আবারও প্রার্থী হবেন।

পাশাপাশি ওই উপজেলায় সম্ভাব্য প্রার্থী হিসেবে ফেসবুকে প্রচারনা চালাচ্ছেন সংসদ সদস্যর আস্থাভাজন হিসেবে পরিচিত কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।

সার্বিক বিষয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। তাই দলে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যাও বেশী। তবে জনসমর্থন, জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার বিচার বিবেচনা করে কেন্দ্র থেকে মনোনয়ন ঘোষণা করা হবে বলে আমরা শতভাগ বিশ্বাস করছি। পাশাপাশি কেন্দ্র থেকে যাকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হবে আমরা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে তাকে বিজয়ী করার জন্য কাজ করবো।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবাহান বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। সদ্য সমাপ্ত সরকারের পাতানো দ্বাদশ নির্বাচনে বিশ্ব দেখেছে তাদের (আওয়ামী লীগের) দলের স্বতন্ত্র প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে ব্যালটে সিলমারা হয়েছে। যা খোঁদ স্বতন্ত্র প্রার্থীরাই অভিযোগ করেছেন। তাই এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেনা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *