বরিশাল অফিস :: জেলার গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মামুন সিকদারকে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আহত মোঃ মামুন সিকদার অভিযোগ করে বলেন, গৌরনদী পৌরসভা নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী রেজাউল সিকদার টরকী বন্দরের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য দোকানপাট বন্ধ করে দেওয়াসহ সন্ত্রাসী কর্মকা- অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় রোববার রাতে টরকী বন্দরে বসে রেজাউল আমার ওপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে।
এ বিষয়ে জানতে রেজাউল সিকদারের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রেজাউল সিকদার অসুস্থ থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। তবে তার ছোট ভাই জানান, মারধরের কোন ঘটনা ঘটেনি। মামুন সিকদার আমাদের চাচাতো ভাই। সে উল্টো রেজাউল ভাইয়ের সাথে বেয়াদবী করেছে।
বরিশাল গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।