বরিশাল অফিস :: আওয়ামী লীগ সমর্থক আখ্যাদিয়ে দুইবারের ইউপি সদস্য মাসুদ ইসলাম মিলনকে হাতুরি পেটা করে গুরুত্বর আহত করেছে কথিত বিএনপির কর্মী-সমর্থকরা। হামলাকারীরা ইউপি সদস্যকে দেশত্যাগের হুমকি দেওয়া চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ওই ইউপি সদস্য।
গুরুত্বর আহত ইউপি সদস্যকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কান্ডপাশা গ্রামে। আহত মাসুদ ইসলাম মিলন ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
মঙ্গলবার ( ১ অক্টোবর) রাতে ৩ টার দিকে মোবাইল ফোনে আহত ইউপি সদস্য মিলন বলেন, সোমবার বিকেলে নিজ ঘরের সামনে বসা ছিলাম। হঠাৎ করে বিএনপি কর্মী আল-মামুন স্বপন, জুয়েল ও মনির হোসেনের নেতৃত্বে তাদের ১৫/২০ জন সহযোগিরা এসে অর্তকিতভাবে আমার ওপর হামলা চালায়।
এসময় হামলাকারীরা আমাকে বেধরক হাতুরি পেটা করে গুরুত্বর আহত করে।
ইউপি সদস্য মিলন আরও বলেন, হামলাকারীরা আমাকে দেশত্যাগের হুমকি দিয়েছে। তাদের হুমকির মুখে আমি চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। যেকারণে গুরুত্বর আহত হয়েও গোপনে চিকিৎসা নিতে হচ্ছে। থানায় অভিযোগ দিতেও সাহস পাচ্ছিনা।
এ ব্যাপারে বরিশাল গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।