শিরোনাম

“বরিশালে ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা”

Views: 5

বরিশালের গৌরনদীতে অবৈধভাবে নদীর মাটি কাটা, ইটের সাইজ সঠিক না থাকা এবং ইট পোড়ানোতে কাঠ ব্যবহারের অভিযোগে এমএসএস ইটভাটার মালিক আল-মামুন খানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে এ জরিমানা করা হয়।

গৌরনদী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাউরগাতি এলাকায় অবস্থিত আড়িয়াল খাঁ নদীর তীরে এমএসএস ইটভাটায় দীর্ঘদিন ধরে বিভিন্ন আইন লঙ্ঘন করে কাজ চলছিল। গতকাল (২ জানুয়ারি) বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আল-মামুন খান অবৈধভাবে আড়িয়াল খাঁ নদীর মাটি তুলে ইট তৈরি করছে এবং ইটের সাইজ সঠিক না হওয়া, কাঠ পোড়ানোর মতো বিভিন্ন অনিয়ম চলছে।

এ বিষয়ে মো. রাজিব হোসেন জানান, “ইটভাটায় কাঠ পোড়ানোর বিষয়টি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং অবৈধভাবে নদীর মাটি উত্তোলন দেশের নীতির পরিপন্থী।” তিনি আরও বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় কাঁচা ইটগুলোর ওপর পানি ছিটিয়ে তা বিনষ্ট করা হয়েছে এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাজিব হোসেন এও বলেন, “জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মো: তুহিন হোসেন*
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *