Views: 40
বরিশাল অফিস :: র্যাব-৮ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় র্যাব বাদি হয়ে থানায় মামলা দায়েরের পর রোববার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০ জানুয়ারি বিকেলে গৌরনদী উপজেলার সাউদেরখাল ব্রিজ এলাকার উত্তর পাশে অভিযান চালিয়ে ২১৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো-কটকস্থল গ্রামের মৃত নুর মোহাম্মদ মোল্লার ছেলে দেলোয়ার হোসেন মোল্লা ও একই গ্রামের মৃত ইসকেন্দার খানের ছেলে চাঁন মিয়া খান।