শিরোনাম

বরিশালে একদিনে ৩১৮ জন ডেঙ্গু আক্রান্ত

Views: 56
বরিশাল অফিস: বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া এখন পর্যন্ত বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ জন।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩১৮ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১০২ জন, পটুয়াখালীতে ৬৭ জন, পিরোজপুরে ৫৪ জন, ভোলায় ৪৬ জন, বরগুনায় ৩৯ জন ও ঝালকাঠিতে ১০ জন।

এছাড়া বৃহস্পতিবার পর্যন্ত ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ১১৬৩ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এর মধ্যে বরিশালের দুই হাসপাতালে ৪৪৯ জন, পটুয়াখালীর দুই হাসপাতালে ২৬৭ জন, ভোলায় ১১০ জন, পিরোজপুরে ১৪৬ জন, বরগুনায় ১৭৮ জন ও ঝালকাঠিতে ১৩ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জাগো নিউজকে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৬ হাজার ৯১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১৫ হাজার ৬৯৭ জন। এছাড়া গোটা বিভাগে ৫৬ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যারমধ্যে বরিশালে ৩৫ জন, ভোলায় ৭ জন, বরগুনা ৫ জন, পিরোজপুরে ৫ জন ও পটুয়াখালীতে ৪ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। এছাড়া বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গুরোগীদের চিকিৎসায় গুরুত্ব দিতে সকল ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *