বরিশাল অফিস:: বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর বান্দরোডস্থ হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে। সকাল ৮ টায় এ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন। এছাড়াও দ্বিতীয় প্রধান জামাত হবে নগরীর আমতলা মোড়ে অবস্থিত বরিশাল মডেল মসজিদে। এখানেও জামাত হবে সকাল ৮ টায়। এই দুই স্থানে এবার ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে একটি করে।
জেলার সর্ববৃহৎ জামাত হবে সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরমেনাই পীরের দরবার শরীফে। চরমোনাই মিডিয়া সেলের সদস্য এইচএম সানাউল্লাহ জানিয়েছেন সকাল ৯টায় এই জামাত অনুষ্ঠিত হবে। জেলার মধ্যে দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত হবে উজিরপুরের গুটিয়া নান্দনিক বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্সে।
এখানের ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায়। দুইটি করে জামাত হবে নগরীর সদর রোডের বায়তুল মোকাররম জামে মসজিদ, জামে এবাদুল্লাহ মসজিদ ও জামে কসাই মসজিদে। বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মান্নান জানান, সকাল ৮টায় প্রথম জামাত হবে। দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। নগরীর গীর্জামহল্লা জামে কসাই মসজিদের খতিব জানিয়েছেন, সকাল সাড়ে ৮ টায় প্রথম ও সকাল ১০ টায় দ্বিতীয় জামাত হবে।
নগরীর মুসলিম গোরস্থান মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়, অক্সফোর্ড মিশন রোড বাইতুন নূর ইদ্রিসিয়া জামে মসজিদে ঈদের জামাত সাড়ে ৮টায় এবং চকবাজার জামে এবাদুল্লাহ মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় দ্বিতীয় নামাজ ১০টায় অনুষ্ঠিত হবে।
বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক জাকির হোসেন বলেন, জেলায় মোট ৮ হাজার ৭৩৪ টি মসজিদ রয়েছে। এদের মধ্যে অধিকাংশ মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। তবে এজন্য আমাদের থেকে কোনো নির্দেশনা নেই। মসজিদ কর্তৃপক্ষ জামাতের সময় নির্ধারন করে দিবেন।
বরিশাল মহানগর ঈমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল মান্নান বলেন, ঈদের নামাজ আদায়ের জন্য কোনো সময় বেধে দেয়া হয়নি। তবে আমরা নগরীতে সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে সব জামাত শেষ করতে চাই।
বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল মারুফ বলেন, আপাতত সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল মডেল মসজিদে সকাল ৮টায় একটি জামাত অনুষ্ঠিত হবে। দুটির প্রয়োজন হলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব।