বরিশাল অফিস :: কচ্ছপ কেটে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বিক্রেতাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও আগৈলঝাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন তথ্যের সত্যতা নিশ্চিক করে জানান, কচ্ছপ কেটে মাংস বিক্রির খবর পেয়ে সোমবার সন্ধ্যায় থানা পুলিশের সহায়তায় সাহেবেরহাট বাজারে অভিযান চালিয়ে সুভাষ বাড়ৈ নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ১৭টি জীবিত কচ্ছপ ও দেড় কেজি পরিমাণ কচ্ছপের মাংস উদ্ধার করা হয়েছে।
ওইদিন রাতেই বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবসায়ী সুভাষ বাড়ৈককে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি জীবিত কচ্ছপ উন্মুক্ত জলাধারে মুক্ত করা হয়েছে এবং মাংসগুলোতে কেরোসিন ঢেলে মাটি চাঁপা দেওয়া হয়।
আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, দন্ডিত বিক্রেতা সুভাষ বাড়ৈ উজিরপুর উপজেলার ভাউধর গ্রামের মৃত সুধীর বাড়ৈর ছেলে। তাকে মঙ্গলবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।