বরিশাল অফিস :: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের জনপদ বাইশারী ইউনিয়ন ও তার আশপাশ এলাকা দাপিয়ে বেড়াচ্ছে একটি কালোমুখো হনুমান। পথেঘাটে, বাসাবাড়িতে আকস্মিক হানা দিয়ে মানুষজনকে কামড়ে আহত করছে হনুমানটি।
দলছুট পাগলাটে কালোমুখো হনুমানের আক্রমনে জনমনে আতঙ্ক ছড়িয়ে পরেছে। ভয়ে শিশু শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে। গত পাঁচদিনে এ হনুমানটির কামড়ে পাঁচজন আহত হয়েছেন। শনিবার হনুমানটি উত্তর নাজিরপুর গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির চালক মেহেদী হাসানের ঘরে প্রবেশের চেষ্টা করে।
দরজা-জানালা বন্ধ করে দেওয়ায় হনুমানটি ওই ঘরে প্রবেশ করতে না পেরে প্রতিবেশী শাহজাহানের ওপর আক্রমণ করে তাকে কামড়ে আহত করে।
এর আগে গত কয়েকদিনে হনুমানটি উত্তর নাজিরপুর গ্রামের মাদ্রাসা ছাত্র রানাকে পথের মধ্যে ও বাজারের এক ব্যবসায়ীসহ পাঁচজনকে কামড়ে আহত করে। আহতদের প্রথমে বানারীপাড়া ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
বানারীপাড়া উপজেলা বন কর্মকর্তা তাহেরুল ইসলাম জানান, বন্যপ্রাণী সংরক্ষণ ইউনিট বরিশালে নেই, খুলনায় রয়েছে। এলাকাবাসী বেপরোয়া যে হনুমানটির আক্রমণের শিকার হচ্ছেন সেটিকে আটক করে গভীর অরণ্যে অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, হনুমানের আঁচড় ও কামড়ে জলাতঙ্ক হওয়ার ঝুঁকি রয়েছে। এ ক্ষেত্রে আহতদেরকে ভ্যাকসিন নিতে হবে।