বরিশাল অফিস :: বরিশালের মুলাদী থেকে কিশোরী অপহরণের অভিযোগে কথিত নারী ক্রিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় কথিত নারী ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।
ওই কথিত নারী ক্রিকেটার হলেন লিজা খান। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামের বসিন্দা।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
কিশোরীর মা বলেন, ‘তার মেয়ের সঙ্গে ফেসবুকে লিজা খানের পরিচয় হয়। লিজা খান নিজেকে নারী ক্রিকেটার পরিচয় দিয়ে মেয়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন। ২৯ জানুয়ারি লিজা খান মোবাইল ফোনে ডেকে ঢাকায় নিয়ে কিশোরীকে নির্যাতন করেন।’
ওসি মো. জাকারিয়া বলেন, ‘কিশোরীকে অপহরণের অভিযোগে তার মা মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৯টার দিকে মুলাদী থানা পুলিশ ঢাকার হাজারীবাগ থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে। সে সময় মামলার আসামি লিজা খান নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। লিজা খান নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটার হিসেবে দাবি করেছেন।’
তিনি আরও বলেন, ‘লিজা খান নারী ক্রিকেটার পরিচয় দিয়ে কিশোরীদের ফাঁদে ফেলে অপহরণ করেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।’