শিরোনাম

বরিশালে কেন্দ্রীয় যুবলীগ নেতার গণসংযোগ

Views: 49

বরিশাল অফিস::  কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দীন খসরু নিজ জন্মভূমি জেলার মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য গত কয়েকদিন থেকে ব্যাপক গণসংযোগ করে আসছেন।

দলীয় নেতাকর্মীদের অনুরোধ চতুর্থ ধাপের মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভ্রাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে গণসংযোগে নেমে ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে জহির উদ্দীন খসরু ব্যাপক সারাজুগিয়েছেন। প্রতিদিনের ন্যায় তিনি শনিবার দিনভর উপজেলার নাজিরপুর ইউনিয়নের জালালপুর, নাতিরহাট, হুলারহাট এবং মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর বাজারে গণসংযোগ করেছেন।

এসময় তার সাথে ছিলেন, বাটামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দীন অশ্রু, আওয়ামী লীগ নেতা আলহাজ হেমায়েত উদ্দীন বয়াতী, মীর মহসিন নান্নু, মনিরুজ্জামান মজুমদার, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী শাখাওয়াত হোসেন বাদল,

বাটামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ফকর উদ্দীন, বাটামারা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, বাটামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হাওলাদারসহ অন্যান্যরা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *