Views: 41
বরিশাল অফিস :: বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মোনতাজ উদ্দিন মোশারফ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার রাতে এই অভিযান পরিচালিত হয়। আটক মোশারফ কুমিল্লা জেলার দাউকান্দি থানার কলাসোনা গ্রামের বাসিন্দা।
বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে নগরীর দক্ষিণ আলেকান্দার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ মোশারফকে আটক করে তাদের একটি বিশেষ দল।
এ ঘটনায় কোতয়ালী থানায় দায়ের হওয়া মামলায় মোশারফকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।