শিরোনাম

বরিশালে গাঁজাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

Views: 59

বরিশাল অফিস : বরিশাল জেলার গৌরনদী মডেল থানা পুলিশ গাঁজাসহ দুই বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার পিঙ্গলাকাঠীর হাজীপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ খলিফার ছেলে ও নলচিড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন খলিফা ওরফে বাবু খলিফা এবং তার সহযোগি একই গ্রামের মৃত অতুল হালদারের ছেলে সমীর হালদার।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে বাবু খলিফার কাছ থেকে ৩০ গ্রাম ও সমীর হালদারের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন থেকে গাঁজা বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় থানার এসআই হৃদয় কুমার চাকলাদার বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করেছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *