চন্দ্রদ্বীপ ডেস্ক :: বরিশাল মহানগরীতে স্বামীকে নিয়ে আবাসিক হোটেলে রাত্রিযাপনের সময় গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ৫ আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন উজিরপুরের শাহিন হাওলাদার, শাহ আলম, সবুজ হাওলাদার, মিঠু চাপরাশী এবং জাহিদ হাওলাদার।
এ ঘটনার সূত্রপাত হয় গৃহবধূর স্বামীর সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে। পরে তাকে একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয়। বরিশাল বিমান বন্দর থানার ওসি জাঁকির শিকদার জানান, গৃহবধূ ও তার স্বামী অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে বাসা থেকে এবং হোটেল বয় জাহিদকে গ্রেপ্তার করে।
ধর্ষিতা গৃহবধূকে শের-এ-বাংলা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। অভিযুক্তরা পুলিশের কাছে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে বলে জানা গেছে। মহানগর পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন এবং উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা মামলাটির তদন্ত তত্ত্বাবধান করছেন।