শিরোনাম

ব‌রিশা‌লে চার কে‌জি গাঁজাসহ আটক ২

Views: 40

বরিশাল অফিস :: বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন- বরগুনার বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল গ্রামের লিটন মুসল্লী (৩৫) এবং একই ইউনিয়নের বাইন সমের্থ গ্রামের মো. রাকিব (১৯)।

আজ রবিবার বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রূপাতলী বাস টার্মিনালের একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে। আটক দুইজনকে মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *