শিরোনাম

বরিশালে চিকিৎসককে আটক করে অমানুষিক নির্যাতন

Views: 93

বরিশাল অফিস :: রোগীকে চিকিৎসা দিয়ে ফেরার পথে একজন এমবিবিএস চিকিৎসক ও তার সাথে থাকা ওষুধ কোম্পানীর এক প্রতিনিধিকে আটক করে অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গ্রামের কতিপয় বখাটে যুবক নির্যাতনের পর ওই দুইজনের সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে জেলার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে।

নির্যাতনের শিকার গৌরনদী উপজেলার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক মোঃ জাকির হোসেন সোমবার (১১ মার্চ) দুপুরে অভিযোগ করে বলেন, ছোট বাশাইল গ্রামে গত শুক্রবার রাতে ওষুধ কোম্পানীর এক বিক্রয় প্রতিনিধিকে নিয়ে অসুস্থ এক শিশুকে চিকিৎসা দিতে যাই। চিকিৎসা শেষে ফেরার পথে রোগীর বাড়ির পাশ্ববর্তী রাস্তার ওপর বসে ২০/২৫ জন অপরিচিত লোক আমাকে (জাকির) এবং ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মাহমুদ হোসেনকে আটক করে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে আমাদের দুইজনের সাথে থাকা নগদ অর্থ ছিনিয়ে নিয়ে আরো দুই লাখ টাকা চাঁদা দাবি করে হামলাকারীরা।

অন্যথায় আমাদের হত্যার হুমকি দেওয়া হয়। পরে চিকিৎসা দিতে যাওয়া শিশুর বাড়ির লোকজন এসে আমাদের উদ্ধার করেন। ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মাহমুদ হোসেন অভিযোগ করে বলেন, কোন কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা আমাদের আটক করে অমানুষিক নির্যাতন করে।
নির্যাতনের একপর্যায়ে আমাদের হত্যার হুমকি দিয়ে বিভিন্নধরনের ভিডিও ধারন করে রাখে। অসুস্থ শিশুর মা মুন আক্তার অভিযোগ করে বলেন, গত কয়েকদিন পূর্বে আমার পাঁচ বছর বয়সের ছেলের সুন্নাতে খৎনা করিয়েছি।

শুক্রবার রাতে আমার ছেলে গুরুত্বর অসুস্থ হয়ে পরলে পূর্ব পরিচিত চিকিৎসক জাকির হোসেন স্যারকে অনেক অনুরোধ করার পর সে আমাদের বাড়িতে আসেন এবং ছেলের চিকিৎসা করে চলে যান। পরে জানতে পারি রাস্তায় বসে আমার (মুন) শশুর বাড়ির লোকজন ওই চিকিৎসক ও তার সাথে থাকা একজনকে আটক করে অমানুষিক নির্যাতন করেছে। খবরপেয়ে আমার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেছেন। মুন আক্তার আরো জানান, হামলার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *