শিরোনাম

বরিশালে চিকিৎসকের মহতি উদ্যোগ, হোয়াটসঅ্যাপ গ্রুপে স্বাস্থ্য সেবা প্রদান

Views: 4

বর্তমান সময়ের ব্যস্ত জীবনে সাধারণ রোগের চিকিৎসা ও সেবা পাওয়া যেন অনেক সময় দুরূহ হয়ে ওঠে। তাছাড়া, রোগবিহীন সাধারণ চিকিৎসকের কাছেও গেলেও অনেক সময় অতিরিক্ত টেস্ট ও ব্যয়বৃদ্ধি রোগীদের জন্য নতুন সমস্যা হয়ে দাঁড়ায়। তবে, এমন সময়ে বরিশালের এক চিকিৎসক তার অভিনব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রতিদিনই রোগীদের সঠিক পরামর্শ প্রদান করছেন। তার এই উদ্যোগ ইতোমধ্যে বিশেষ করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে আশার আলো হয়ে উঠেছে।

ডা. মো. মাহাবুব আলম মির্জা, দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেজিস্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ২০২০ সালের মার্চ মাসে “স্বাস্থ্য গ্রুপ গৌরনদী-আগৈলঝাড়া” নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন। এই গ্রুপের মাধ্যমে তিনি বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করছেন। বর্তমানে গ্রুপের সদস্য সংখ্যা প্রায় ৮০০, যেখানে সদস্যরা বিভিন্ন রোগ, রোগের ধরন এবং প্রতিকার সম্পর্কে সঠিক তথ্য ও পরামর্শ পাচ্ছেন।

এ বিষয়ে ডা. মাহাবুব আলম মির্জা বলেন, “গৌরনদী উপজেলা হাসপাতালে কর্মরত অবস্থায় এখানকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল। অনেক সময় পরিচিতজনরা স্বাস্থ্য সেবা নিতে ফোন করেন, কিন্তু ব্যস্ততার কারণে সেসব ফোন গ্রহণ করা সম্ভব হতো না। তাই, আমি স্বাস্থ্য সেবা সহজে মানুষের কাছে পৌঁছে দিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। এতে মানুষের স্বাস্থ্য সেবা ও সচেতনতা বৃদ্ধি পাবে।”

গ্রুপের সদস্যরা জানিয়েছেন, সাধারণ রোগ সম্পর্কে লিখলেই তারা বিনামূল্যে সঠিক পরামর্শ পাচ্ছেন। এতে যেমন তাদের অর্থ সাশ্রয় হচ্ছে, তেমনি সময়ও বাঁচছে। তারা আরো জানান, যদি অন্যান্য চিকিৎসকরাও এমন উদ্যোগ গ্রহণ করতেন, তাহলে আরও অনেক মানুষ উপকৃত হতো।

ডা. মাহাবুব আলম মির্জা বিশ্বাস করেন, স্বাস্থ্য সেবার সহজ তথ্য সবার মাঝে ছড়িয়ে দিলে অসুস্থতা প্রতিরোধে একটি বড় ভূমিকা পালন করতে পারবে। তার এই উদ্যোগ একদিকে যেমন স্থানীয় জনগণের জন্য উপকারি, তেমনি স্বাস্থ্য খাতে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *