শিরোনাম

বরিশালে চোরাই গরু উদ্ধারে গিয়ে হামলায় ৪ পুলিশ সদস্য আহত

Views: 4

বরিশালের হিজলা উপজেলার চুনারচর গ্রামে চোরাই গরু ও ছাগল উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার পুলিশ সদস্য। এই ঘটনায় আহতদের মধ্যে রয়েছে কাজিরহাট থানার এসআই আলমগীর হোসেন, হিজলা থানার এসআই রফিকুল ইসলাম, পিএসআই আব্দুর রহিম এবং কনস্টেবল মো. শাহীন।

সোমবার রাত সাড়ে ১২টার দিকে চুনারচর এলাকায় চোরাই গরু উদ্ধারে অভিযান চালানোর সময় গ্রামবাসী দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এর পর খবর পেয়ে হিজলা থানা-পুলিশের অতিরিক্ত সদস্যসহ পাশের মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, চুনারচর মেঘনা নদী বেষ্টিত একটি দুর্গম এলাকা। এই এলাকায় দেশের বিভিন্ন স্থান থেকে চুরি করা গরু, মহিষ ও ছাগল মজুদ করা হত। ৫ আগস্ট থেকে ৭০০ থেকে ৮০০ পশু চুরির ঘটনা ঘটেছে। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, চুরি হওয়া পশু অনেকটা ওই গ্রামে মজুদ রয়েছে।

অভিযানে জড়িত ব্যক্তি রুবেল নামে এক ব্যক্তি, যার বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। ওই রাতে পুলিশ ১১ সদস্যের একটি টিম নিয়ে অভিযান চালায়। হামলায় আহত চার পুলিশ সদস্যকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি আবুল কালাম আজাদ।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *