Views: 43
বরিশাল অফিস :: ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রদলের ব্যানারে রবিবার বেলা বারোটার দিকে নগরীর আগরপুর রোড থেকে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু ও সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম। বক্তারা ছাত্রদলের নতুন কমিটির নেতৃত্বে আগামী দিনের আন্দোলন সংগ্রাম বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।