বরিশাল অফিস :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের দেখতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া মাদ্রাসাছাত্র ও ভ্যানচালককে আর্থিক সহায়তা দিয়েছে ইভেন্ট‘৮৪ নামের একটি সংগঠন।
মঙ্গলবার ( ২০ আগষ্ট) বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে থেকে তাদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন ইভেন্ট‘৮৪ এর সদস্য ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ।
আহতরা হলেন : মুসলিম গোরস্থান রোডস্থ সৈয়দ আব্দুল মান্নান ডিডিএফ মাদ্রাসার আলিমের ছাত্র তরিকুল ইসলাম লিমন এবং নগরীর সিএন্ডবি রোডস্থ খালপাড় এলাকার বাসিন্দা ভ্যানচালক মো. ইব্রাহীম।
ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকা সাবরিনা বলেন, ৪ আগস্ট নগরীর চৌমাথা এলাকায় শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার শিক্ষার্থী তরিকুল চোখে গুলিবিদ্ধ হয়। সেই থেকে তার চোখের চিকিৎসা চলে আসছিল। কিন্তু বরিশালে ভালো চিকিৎসা না হওয়ায় তার চোখে সমস্যা দেখা দেয়। চিকিৎসায় বাধ সাধে আর্থিক দৈন্যতা।
একইদিন আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন নগরীর ভ্যানচালক মো. ইব্রাহীম। চিকিৎসা থাকাবস্থায় ভ্যান চালাতে না পেরে ৫ সদস্যের পরিবারে তিনবেলা খাবার জোগার কষ্টসাধ্য হয়ে পড়ে। এ দু’টি ঘটনা ইভেন্ট’৮৪ এর সদস্য এবং সমাজ সেবার সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ জানতে পারেন।
এরপর আমার মাধ্যমে তিনি তাদের সাথে যোগাযোগ করেন। গতকাল লিমন ও ইব্রাহীম জেলা প্রশাসক কার্যালয়ে যাওয়ার জন্য বলা হয়। তাদেরকে সেখানে যাওয়ার পর সাজ্জাদ পারভেজ ওই দুইজনের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। আর্থিক সহায়তা পেয়ে দারুন খুশী লিমন ও ইব্রাহীম।
সাজ্জাদ পারভেজ বলেন, ইভেন্ট’৮৪ তাদের বন্ধুদের একটি সংগঠন। এ সংগঠনের মাধ্যমে ইতিপূর্বে বহু দরিদ্রদের আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় ছাত্র আন্দোলনে আহত ওই দুইজনকে সকল সদস্যদের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। তাদের প্রয়োজনে আরো আর্থিক সহায়তা দেয়া হবে। এ সহায়তা চলমান থাকবে বলে জানান তিনি।