শিরোনাম

বরিশালে জন্মের পর বাবা রবিউলের দেখা পায়নি মেয়ে তুবা

Views: 9

বরিশালের বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর ইউনিয়নের শাকবুনিয়া গ্রামের বাসিন্দা তুবা নামের একটি নবজাতক মেয়েটি জন্মের মাত্র ২০ দিন আগে তার বাবাকে হারিয়েছে। তার বাবা রবিউল ইসলাম (২৮) জুলাই মাসে ঢাকার যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। রবিউল মারা যাওয়ার আগে তিনি তুবার নাম রেখেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে, তার মেয়ে তুবা পৃথিবীতে আসলেও বাবা রবিউলকে দেখার সুযোগ পেল না।

শনিবার (২৩ নভেম্বর) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ৭৯ শহীদ পরিবারের সহায়তার চেক গ্রহণ করতে গিয়ে তুবার মা তানিয়া আক্তার তার দুর্দিনের কথা শেয়ার করেন। তিনি জানান, “১৫ জুলাই যাত্রাবাড়িতে ক্ষুদ্র ইলেকট্রনিক্স ব্যবসায়ী রবিউল পেটে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এরপর এক মাস ২০ দিন পর তুবার জন্ম হয়। বাবা রবিউলের ঠিক করে দেওয়া নাম বহন করলেও তুবা তার বাবাকে কখনোই দেখতে পায়নি। একদিন তুবা হয়তো আমাকে প্রশ্ন করবে, ‘বাবা কোথায়?’ তখন আমি কী বলব?”

মা তানিয়া আক্তার আরও জানান, তিনি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে চরম অর্থ সংকটে রয়েছেন। “আমি কীভাবে তুবাকে লালন-পালন করব, এটা নিয়ে প্রতিদিন শঙ্কার মধ্যে আছি। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই,” বলেন তিনি।

এদিকে, নিহতের পরিবারে আরেক শোকগাথা। সাবেক সেনা কর্মকর্তা নজরুল ইসলাম (৫৯) বলেন, তার একমাত্র ছেলে ইমরান হোসেন (৩৪) ১৯ জুলাই ঢাকার গুলশানে পুলিশের গুলিতে মারা যান। ইমরান বরিশালের গৌরনদী উপজেলার আগরপুর কলেজের ডিগ্রি ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন এবং পড়াশোনার পাশাপাশি ঢাকার একটি হাউজিং কোম্পানিতে চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। তার মৃত্যুতে তার স্ত্রী শান্তা মিয়া ও সন্তান ইয়াজ খলিফা (২৩ মাস) সহ নজরুল এখন নিঃস্ব। “আমার একমাত্র ছেলে ইমরানকে হারিয়ে আমি আজ নিঃস্ব। আমি এ ঘটনায় জড়িতদের বিচার চাই,” বলেন তিনি।

এছাড়া, জুলাই অভ্যুত্থানে নিহত এমদাদুল হকের (২৭) বড় ভাই মো. হাসান বলেন, তার ছোট ভাই ঢাকায় ব্যক্তিগত প্রাইভেটকার চালিয়ে বৃদ্ধ বাবা-মায়ের খরচ বহন করতেন। এমদাদুলও ওই ঘটনার সময়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বর্তমানে, তিনি এবং তার পরিবার চরম অর্থ সংকটে দিন কাটাচ্ছেন। তিনি জানান, স্থানীয়দের সহায়তা এবং রাজনৈতিক দলগুলোর অর্থ সহায়তার মাধ্যমে কিছুটা হলেও সাহায্য পেয়েছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *