বরিশাল অফিস:: বরিশালের মুলাদী উপজেলায় অবৈধ্য ভাবে জাটকা পরিবহন করার অপরাধে ১৫ জনকে আটক করা হয়েছে। ৫ মণ জাটকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে মুলাদী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি বলেন, উপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় জাটকা পরিবহন করার অপরাধে ১৫ জন কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৫ মণ জাটকা জব্দ করা হয়।
পরে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত ৫ মণ জাটকা ১৩টি এতিমখানা ও গরীব-দুঃখী মানুষের মাঝে বিতরণ করা হয়।
অপরদিকেউপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি মশারী জাল ও ৩৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।