শিরোনাম

বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান

Views: 44

বরিশাল অফিস :: শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই স্লোগান নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায়, মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ২০২২অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে,বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। বিশেষ অতিথি ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালক জাকিয়া আফরোজ,বরিশাল অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ শহিদুল্লাহ,

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়ীতারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে ৫টি ক্যাটাগরিতে বরিশাল বিভাগের পাঁচ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হলেন, পাঁচটি ক্যাটাগরিতে নির্বাচিত ও সংবর্ধিত জয়িতারা হলেন-সফল জননী ক্যাটাগরিতে মোসাঃ বিলকিচ বেগম (বরগুনা), অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে নাজমুন নাহার রীনা (বরিশাল), সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরিতে মোসাঃ সালমা বেগম (ঝালকাঠি), নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী ক্যাটাগরিতে মোসাঃ জাহানারা বেগম (বরগুনা), শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে প্রফেসর শাহ সাজেদা (বরিশাল)।


৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের প্রত্যেকের হাতে ক্রেস্ট, নগদ ১০ হাজার টাকা এবং সনদপত্র তুলে দেন অতিথিরা। এছাড়াও জেলা পর্যায়ের নির্বাচিত ২৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকের হাতে ক্রেস্ট, নগদ ২ হাজার টাকা এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *