শিরোনাম

বরিশালে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ, কমেছে দাম

Views: 56

বরিশাল অফিস :: বরিশালের সকল নদীসহ সাগরে ইলিশ মাছ বেশি ধরা পড়ায় দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে জেলে ও মাছ বিক্রেতারা। রবিবার (৮ সেপ্টেম্বর) বরিশাল নগরীর পোর্টরোড ইলিশ মোকাম সহ বিভিন্ন বাজারে এই চিত্র দেখা গেছে। দাম কিছুটা কমলেও মাছের আধিক্যর তুলনায় তা আশানুরুপ না বলে দাবি ক্রেতাদের। মৎস্য কর্মকর্তারাও বিষয়টি স্বীকার করেছেন। তাদের মন্তব্য চাহিদা বেশি থাকায় মাছের দাম যে পরিমান কমার কথা ছিলো, সেই পরিমান কমেনি।

বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকার
ব্যবসায়ী হুমায়ূন হাওলাদার জানান, বর্তমানে জো থাকায় নদীতে পানি ও স্রোত থাকায় ইলিশ মাছ আসছে। গত তিনদিন ধরে মেঘনাসহ অভ্যন্তরীন নদীগুলোতে ইলিশ মাছ ধরা পড়ছে। জেলেরা জাল ফেললেই তাতে মাছ পাচ্ছে। যে কয়দিন নদীতে পানি ও স্রোত থাকবে, সেই কয়দিন মাছ পাওয়া যাবে। বর্তমানে সাগরসহ মোহনায় ভালো মাছ ধরা পড়ছে। তাই মাছের দাম কমতে শুরু করেছে ।

তিনি আরও বলেন, শনিবার তারা ১০ জেলে নৌকা থেকে আড়াই মন মাছ জেলেদের জালে ধরা পড়ছে
কিনেছেন। এর মধ্যে মাত্র তিনটি বড় সাইজের মাছ পাওয়া গেছে। বেশির ভাগ মাছের সাইজ তিনশ’ থেকে চারশ’ গ্রাম ওজনের। বর্তমানে কেজি সাইজের ইলিশ মাছ প্রতিটি এক হাজার ৫০০ টাকা দরে কিনেছেন। এর আগে এ মাছের দাম ছিলো এক হাজার ছয়শ’ টাকা। এক কেজির নিচে সাইজের ইলিশ মাছ এক হাজার তিনশ থেকে চারশ’ টাকা দরে কিনেছেন। জাটকা সাইজের ইলিশ প্রতিকেজি সাড়ে ৫শ’ টাকা দরে কেনা হয়। যা খুচরা বাজারে ৫০ থেকে ৮০ টাকা বেশি দরে বিক্রি হবে।

বরিশাল নগরীর পোর্ট রোডের আড়তদার ইয়ার মীর বলেন, বর্তমানে পোর্ট রোডে মাছের আমদানী ভালো। এতে মাছের দাম কমছে। শুক্রবার পোর্ট রোড মোকামে সাতশত মন ইলিশ মাছ বিক্রি হয়েছে। ইলিশ আমদানীতে ব্যবসায়ী, শ্রমিকসহ ক্রেতা- বিক্রেতারা খুশি। বরিবার পোর্ট রোডে এক কেজি সাইজের ইলিশ এক হাজার ৫০০, এক কেজির নিচে এলসি সাইজ এক হাজার ৪৫০ টাকা, আধা কেজি সাইজের ইলিশ এক হাজার দুইশ, তিনশ থেকে সাড়ে চারশ গ্রাম সাইজের ইলিশ প্রতিকেজি ৮৭৫ টাকা, জাটকা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ভারতে মাছ না পাঠানোর কারনে তেমন কোন প্রভাব পড়েনি জানিয়েছেন তিনি।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, বর্তমানে ভালো ইলিশ মাছ ধরা পড়ছে। যে পরিমান মাছ ধরা পড়ছে কিন্তু দাম সেইভাবে কমছে না। এর প্রধান কারন হচ্ছে চাহিদা। দেশের মানুষ সবাই এখন ইলিশ কিনতে বাজারে ছুটছে। চাহিদা বেশি থাকায় দাম কমছে না। তিনি বলেন, আগে মানুষ একটি বা দুইটির বেশি মাছ কিনতো না। এখন একেকজন ১০টি মাছও কিনে ফ্রিজিং করেন। সকলের কাছে স্থানীয় নদীর মাছের চাহিদা। তাই নদীর মাছের দাম কমে না। তবে সমুদ্রের মাছের দাম কমেছে। বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে জেনেছেন, সমুদ্রে ধরা পড়া ইলিশ মাছের কেজি এক হাজার থেকে এক হাজার দুইশ টাকা দরে বিক্রি হচ্ছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *