শিরোনাম

বরিশালে জেলেদের হামলায় ফিসারিজ কর্মকর্তা আহত, ৫৯ জেলেকে কারাদণ্ড

Views: 62

 

বরিশাল অফিস : মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা দুইদিন অতিবাহিত হতে না হতেই বেপরোয়া হয়ে উঠেছে বরিশালের জেলেরা। ইতোমধ্যে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা। একইভাবে বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অভিযানকালে জেলেদের হামলায় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার গুরুত্বর আহত হয়েছে।

উভয় ঘটনায় শনিবার দিবাগত রাতে পৃথকভাবে অজ্ঞাতনামা আসামি করে স্ব-স্ব থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, শনিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় নদীতে মাছ শিকাররত জেলেদের ধাওয়া করে তিনটি ইঞ্জিনচালিতসহ পাঁচটি নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। এর পরপরই দেড় থেকে দুইশ’ নারী-পুরুষ এসে অভিযানিক দলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দুটি ইঞ্জিনচালিত নৌকা ছিনিয়ে নিয়েছে। এ সময় হামলায় উপজেলা মৎস্য অফিসের মাঝি রবিউল হাসান, সুমন সরদার ও মোঃ সুজন আহত হয়। বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন জানিয়েছেন, সন্ধ্যা নদীর সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী-দিদিহার গ্রাম সংলগ্ন এলাকায় শনিবার বিকেলে অভিযানকালে জেলেদের হামলায় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার প্রতুল জোয়াদ্দার রক্তাক্ত জখম হয়েছেন। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওইদিন রাতে সাতজনের নামোল্লেকসহ অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫৯ জেলেকে কারাদ- দেয়ার পাশাপাশি ৬৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার সকালে বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৫ অক্টোবর সকাল আটটা পর্যন্ত বিভাগে ৩১৯টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৬৯৮ কেজি ইলিশ ও দুই লাখ ৫৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। মৎস্য বিভাগের সহকারী পরিচালক মোঃ নাসিরউদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *