শিরোনাম

বরিশালে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার

Views: 11

বরিশাল শহর ও হিজলা উপজেলায় গত বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেল ও সন্ধ্যার দিকে পৃথক দুটি ঘটনায় এ মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতদের মধ্যে একজন বরিশাল নগরের নতুন বাজার এলাকার বাসিন্দা সোহাগ হোসেন (২৩) এবং অপরজন হিজলা উপজেলার পশ্চিম কোড়ালিয়া গ্রামের বাসিন্দা রাজীব বাবুর্চি (২৮)। সোহাগ ছিলেন রিকশাচালক এবং রাজীব কৃষক হিসেবে কাজ করতেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সোহাগ দুপুরে নগরের মুন্সির গ্যারেজ এলাকায় তার ব্যাটারিচালিত রিকশা চার্জ দিচ্ছিলেন। পরে বিকেলে গ্যারেজ খুলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন, এবং পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রাথমিক তদন্তের পর পুলিশ ধারণা করছে, সোহাগের মাদকাসক্তি এবং পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন।

অন্যদিকে, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রাজীব গত দুপরের পর থেকে নিখোঁজ ছিলেন। সন্ধ্যায় তার ছোট ভাই তাকে একটি পরিত্যক্ত ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ওসি আরো জানান, রাজীব ঋণে জর্জরিত ছিলেন এবং পারিবারিক কলহের কারণে তিনি হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই হতাশার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *