বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিচে চাপা পড়ে মো:মেহেদী হাসান (২৮) নামের এক যুবক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার সি এন্ড টি রোড এলাকা এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী বাকেরগঞ্জ উপজেলা ভারপাশা ইউনিয়নের বটতলা এলাকার গ্রামের আবুল হালদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আফজাল হোসেন তিনি জানান, বাকেরগঞ্জ উপজেলা পৌরসভার পাড় বটতলা থাকা থেকে ট্রলি চালিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এমনই সময় যুবক চালক ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় তার সাথে থাকা আরো ৪ শ্রমিক আহত হয়েছে।
তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে চালক মেহেদী কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওপর তিন জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে । এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।