বরিশাল অফিস :: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের সানুহার বাসস্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় রাফি বেপারী নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। একই দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন নিহত শিশুর মা রুপা বেগম।
তারা উভয়ই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। হতাহতরা বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের বাসিন্দা মৃত কাইয়ুম বেপারীর স্ত্রী ও সন্তান। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাফর আহমেদ জানিয়েছেন, সোমবার রাত সাড়ে সাতটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।
আহত রুপা বেগমের স্বজনদের বরাত দিয়ে ওসি আরও বলেন, শিশু রাফি তার মা রুপা বেগমের সাথে গৌরনদীর বাটাজোর এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথিমধ্যে সানুহার বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমকালে তাদের অটোরিকশাটিকে পেছন থেকে বেপরোয়াগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে রাফি ও তার মা অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পরে গুরুত্বর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা শিশু রাফিকে মৃত বলে ঘোষণা করেন।