বরিশাল বিভাগে শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও প্রবীণরা। এর ফলে জেলার সরকারি হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেশিরভাগ হাসপাতালে কাক্সিক্ষত সেবা না পাওয়ার অভিযোগ উঠছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ জন। এছাড়া, ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭৪ জন। চলতি বছর এখন পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগে ৪৭৪ জন এবং ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে এক হাজার ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছেন এবং জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সচেতন থাকতে আহ্বান জানিয়েছেন।
বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে রোগীদের চাপ বেড়ে যাওয়ায় স্থানীয়রা সেবা পাওয়ার ক্ষেত্রে নানা ধরনের সমস্যায় পড়ছেন। বিশেষ করে শ্বাসকষ্ট এবং ডায়েরিয়া রোগে আক্রান্তদের জন্য চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে।
এদিকে, স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে শীতকালীন সাবধানতা অবলম্বন করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো অত্যন্ত জরুরি। শীতের সময় শিশু ও প্রবীণদের বিশেষ যত্ন নিতে হবে এবং তাদের সুস্থ রাখতে স্বাস্থ্য সচেতনতার বিষয়ে আরো মনোযোগী হতে হবে।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম