শিরোনাম

বরিশালে ডোবায় ডুবে দুই বোনের করুণ মৃত্যু

Views: 28

বরিশাল অফিস: বরিশালে ডোবায় পড়ে থাকা পরিত্যক্ত ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বরিশাল নগরীর বাঘিয়া এলাকার পার্শ্ববর্তী বিসিক শিল্পনগরীর সীমানা প্রাচীরের মধ্যে থাকা একটি ডোবায় এ ঘটনা ঘটে। বরিশাল কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মারা যাওয়া শিশুরা হলো বাঘিয়া এলাকার নয়াদা বাড়ির বাসিন্দা আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন। একজনের বয়স ৪ বছর, আরেক জনের ৫ বছর, বাঘিয়া শেরেবাংলা আইডিয়াল স্কুলের প্লে-গ্রুপের ছাত্রী ছিল। তাদের মৃত্যুতে শোকের মাতন চলছে ওই বাড়িতে।

বরিশাল নগরীর বাঘিয়া এলাকার আমানুল প্যাদা জানান, প্রতিদিনের মতো স্কুল শেষ করে বাড়িতে আসে ছয় বছর বয়সী দুই শিশু দ্বিনিয়া ও খাদিজা। খাওয়া-দাওয়া শেষ করে পাশের বিসিক মাঠে খেলতে যায় তারা। সেখানে ডোবায় পড়ে থাকা একটি পরিত্যক্ত ফুটবল তুলতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *