বরিশাল অফিস :: বরিশালে সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় ড্রাম চিমনীযুক্ত দুটি ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ধ্বংস করা হয়েছে কাঁচা ইট। একইসঙ্গে দুটি ইটভাটা থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্ব সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ড্রাম চিমনিযুক্ত মেসার্স আর এইচ বি ব্রিকসের প্রোপাইটর হারুণ অর রশিদকে তিন লাখ টাকা ও হিজলতলা এলাকার ড্রাম চিমনিযুক্ত মেসার্স দোলা ব্রিকসের প্রোপাইটর সঞ্জিব দাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার কিলন ও চিমনী এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়।