শিরোনাম

বরিশালে তুচ্ছ ঘটনায় স্বামী-স্ত্রী সহ আহত ৮

Views: 10

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাই ও বাবা মারধর শিকার মেয়ে ও তার স্বামী। মঙ্গলবার(১৪ জানুয়ারি) রাত ১১ টা দিকে বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ডে গগন গলি খোকন মৃধার বাসতঘরে এ ঘটনা ঘটে। আহতরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছে। এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে আহত সূত্রে জানা গেছে। ঘটনার পর হামলাকারীরা এলাকা থেকে সটকে পড়েন।

আহত মেঘলা আক্তার মুক্তা ( ১৮) বলেন, গত এক মাস ধরে তিনি তার বাবার বেড়াতে যাননি। এজন্য তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে সহ তার স্বামী কে মারধর তারই আপন ভাই সাগর ও অপু এবং তাদের পিতা পিতা রাজ্জাক ও সাগরে স্ত্রীর ইভা বেগমসহ আরো অপরিচিত কয়েকজন।

ঘটনার কারণ সম্পর্কে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, মেঘলা তার বাবার বাড়িতে বেড়াতে যায় না। সেই কারণে তার ভাই ও বাবা বাড়ির লোকজন মেঘলাকে শ্বশুর বাড়ি থেকে বেড়াতে নিয়ে যেতে চায় এবং ওই বাড়িতে নিতে আসে। মেঘলা বাবা ও ভাই ভাবির সাথে যেতে রাজি না হওয়ায় ওই হামলার ঘটনা ঘটে।

মেঘলা আরো বলেন, তিনি ও তার স্বামী সায়েম (২৭) সহ আহত হয়েছে ৮ জন। বাকি আহতরা হলেন- শ্বশুর খোকন মৃধা (৬২), প্রতিবেশী স্বপ্না আক্তার(২৫), তসলিমা বেগম(৪৫), হোসনেয়ারা বেগম(৫০) ও তহমিনা আক্তার (২৪)।

মেঘলার স্বামী আহত সায়েম বলেন, আমার স্ত্রী তার বাবার বাড়ি গিয়ে শান্তিতে থাকতে পারে না। কারণ তার ভাই ও ভাবি এবং তার বাবার পরিবারের কারো সাথে মিলেমিশে চলতে পারে না। এক কথায় তাদের ব্যবহার ভালো না।

মেঘলার শ্বশুর খোকন মৃধা বলেন, আমার ছেলের বউ তার বাবার বাড়ি যেতে চায় না। তারপরও জোর করে নিতে চায়। তখন আমি আমার বাসার সবাই বাধা দিলে আমাদের উপর হামলা চালায়।

কেন এ হামলা জানতে চাইলে হামলাকারীদের বসতঘরে গেলে জানা যায়, কাউকে কিছু না বলে তারা এলাকা ছেড়ে অন্য কোথাও গেছে। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার কল দিলেও তারা রিসিভ করেননি।

বরিশাল কোতোয়ালি মডেল থানয়া মেঘলা আক্তার মুক্তা একটি লিখিত অভিযোগ দিয়েছে। থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে ।

মো: শাকিল আহম্মেদ ,স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম,বরিশাল

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *