মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু।
রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পাশাপাশি তিনি সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।
মৃতের স্বজনরা জানিয়েছেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মো. রিয়াজুল ইসলাম সবুজসহ তিনজন আরোহী মোটরসাইকেল যোগে বাকেরগঞ্জে থেকে বরিশাল নগরীর উদ্দেশ্যে আসছিল। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার কাঠেরঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলার তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।