শিরোনাম

বরিশালে দুইটি সাংবাদিক সংগঠনের কমিটি গঠণ

Views: 135

বরিশাল অফিস :: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি জেলার গৌরনদী শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর নবগঠিত কমিটি ঘোষণা করেছেন। উপজেলার টরকী বন্দর ফুড ভিলেজ রেস্তোরায় উল্লেখিত দুই কমিটির আয়োজনে সোমবার ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। প্রধান বক্তা ছিলেন সংগঠনের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।


সংগঠনের গৌরনদী উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে ও বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গোলাম রসুল মোল্লা, উপজেলা প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গিয়াস উদ্দিন মিয়া, আসাদুজ্জামান রিপন, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তপন বসু, বিএমএসএফ’র জেলা শাখার সাধারণ সম্পাদক মৃধা মোঃ আফসার উদ্দিন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক প্রমুখ। সভার শুরুতে ইসলামী সংগীত পরিবেশন করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার। শেষে দেশ ও জাতির কল্যানে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

ইফতার শেষে অনুমোদিত ও ঘোষিত বিএমএসএফ’র ১১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা হলেন-এসএম মিজান সভাপতি, এইচএম খায়রুল ইসলাম সহসভাপতি, হাসান মাহমুদ সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক, প্রেমানন্দ ঘরামী সাংগঠনিক সম্পাদক, জিএম জসিম হাসান কোষাধ্যক্ষ, কেএম সোহেব জুয়েল দপ্তর সম্পাদক, পার্থ হালদার প্রচার সম্পাদক, এইচএম লিজন, নাসির উদ্দিন লিটু ও এইচএম আলামিন নির্বাহী সদস্য। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে মণীষ চন্দ্র বিশ্বাস সভাপতি, তারেক মাহমুদ আলী সহ-সভাপতি, জামিল মাহমুদ সাধারণ সম্পাদক, রনি মোল্লা যুগ্ন সাধারণ সম্পাদক, আরেফিন রিয়াদ সাংগঠনিক সম্পাদক, মাজহারুল ইসলাম রুবেল কোষাধ্যক্ষ, উৎপল চক্রবর্তী দপ্তর সম্পাদক, রাসেদ আহমেদ প্রচার সম্পাদক, ফাহাদ মিয়া, এনায়েত হোসেন মুন্না ও বিনয় শিয়ালী নির্বাহী সদস্য।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *