শিরোনাম

বরিশালে দুই উপজেলায় আজ ভোট

Views: 40

বরিশাল অফিস :: দ্বিতীয় ধাপে আজ মঙ্গলবার বরিশাল জেলার মুলাদী ও হিজলা উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সোমবার দুপুর ১টা থেকে ভোট গ্রহণের যাবতীয় উপকরণ বিতরণ শুরু হয়। তবে ভোটের দিন ভোর পাঁচটার মধ্যে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। ওই দুটি উপজেলায় রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ গড়াই জানান, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে সব ধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কেন্দ্রীক সহিংসতারোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।

জাল ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না জানিয়ে তিনি বলেন, ভোট কক্ষে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হলে পোলিং এজেন্টরা সাথে সাথে সহকারী প্রিসাইডিং অফিসার ও প্রিসাইডিং অফিসারকে জানাবেন। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।

ৱশতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো প্রার্থীর প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না। দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণকে শান্তিপূর্ণ করার লক্ষ্যে হিজলা ও মুলাদী উপজেলায় দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা ১৯ মে থেকে দায়িত্ব পালন শুরু করেছে। আগামী ২৩ মে পর্যন্ত নির্বাচনী এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।নদীবেষ্টিত মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়াত-কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জহির উদ্দীন খসরু আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের কারণে সন্তোষ প্রকাশ করেছেন।

তবে তিনি অভিযোগ করে বলেন, প্রতিদ্বন্দ্বি আনারস মার্কার প্রার্থী তারিকুল হাসান খান মিঠুর সমর্থকরা মুলাদী পৌর এলাকার ৬ ও ৭ নম্বর ওয়ার্ড এবং মুলাদী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র দখলের জন্য নানা ষড়যন্ত্র করে আসছে। তাই ওই তিনটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবী জানান তিনি।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *