শিরোনাম

বরিশালে দেখা দিল আষাঢ়ে প্রথম স্বস্তির বৃষ্টি

Views: 37

বরিশাল অফিস :: ঘূর্ণীঝড় রিমেলের পর অবশেষে বরিশালে দীর্ঘ অস্বস্তি গরমের পর প্রথমবারে আষাঢ় মাসে মাত্র ত্রিশ মিনিটের জন্য মুসলধরে বজ্র বৃষ্টির মাধ্যমে নগরবাশির মাঝে ক্ষনিকের স্বস্তি এসেছে।

বুধবার (১৯) জুন,৫ই আষাঢ় সকাল থেকে বরিশালের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঊঠায় বিগত দিনের মত তেমন কোন গরমের প্রভাব দেখা যায়নি।

বেলা বাড়ার সাথে সাথে আকাশ মেঘে ভারি হয়ে উঠে অবশেষে বেলা বারটার দিকে মুষল ধরে বৃষ্টির শুরু হওয়ার সাথে সাথে আকাশে ছিল বজ্রের ডাক।

এসময় নগরের বিভিন্ন শ্রেণির মানুষ পূর্ব থেকে ছাতা নিয়ে বেড় হয়ে এসেছে তারা স্বস্তির মত চলা ফেরা করতে পারলেও অন্যসকল শ্রেণির মানুষ বৃষ্টি মাথায় নিয়ে চলাচল করতে হয়েছে। মাত্র ত্রিশ মিনিটের বৃষ্টিতে নগরীর সদররোড, আগুুরপুর সড়ক প্রেসক্লাব গলি সহ বিভিন্নস্থানে পালি জমে যায়।

এসময় বেশ কিছু পথচারি বলেন হঠাৎ করে বৃষ্টি চলে আসায় আমাদের চলাচলে সামান্ন ক্ষতি হলেও তারপরেও আমাদের মনে দীর্ঘ গরমের ভিতর যে অস্বস্তি ভোগ করেছি তার চেয়ে এবৃষ্টি অনেক আনন্দের এখন মনে হচ্ছে শরীরটা শিতল হয়ে এসেছে।

অপরদিকে নগরীর রাস্তায় কতিপয় পথচারি নিজ থেকেই বৃষ্টিতে ভিজে দীর্ঘ গরমের শরীরের ভিতর জমে থাকা তাফ দুর করছে।

এরিপোর্ট লেখা পর্যন্ত বরিশালের আকাশ মেঘাচ্ছনের পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই সাথে বইছে হালকা শিতল বাতাশ। অন্যদিকে ঈদুল-আযহার পর অফিস আদালত খোলা থাকার পরও নগরীর রাস্তায় তেমন কোন লোকজনের চাপ নেই।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *